<p>ফ্রান্সের জ্বালানি কম্পানি টোটালএনার্জিস জানায়, ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার জ্বালানি তেলের মূল্য বেঁধে দিলে তাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই লাভবান হবেন। টোটালএনার্জিসের চেয়ারম্যান ও সিইও পেট্রিক পায়ানে বলেন, ‘সত্যি করে বলতে কি, রাশিয়ার তেলের মূল্য বেঁধে দেওয়া আসলে সঠিক আইডিয়া কি না আমি নিশ্চিত নই। কারণ আমার মনে হচ্ছে এর ফলে তেল খাতের নেতৃত্ব রাশিয়ার প্রেসিডেন্টের হাতে ছেড়ে দেওয়া হবে। আর সেটি আমি কোনোভাবেই করতে চাই না।’</p>