kalerkantho

সোমবার । ২৮ নভেম্বর ২০২২ । ১৩ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

উলরিক কোয়ের্নার, সিইও, ক্রেডিট সুইসে

৬ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউলরিক কোয়ের্নার, সিইও, ক্রেডিট সুইসে

বিনিয়োগ প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের তারল্য ও পুঁজি নিয়ে উদ্বেগে রয়েছেন বিনিয়োগকারীরা। এতে গত সোমবার শেয়ারে আবারও বড় দরপতন হয়েছে। যদিও সুইস প্রতিষ্ঠানটি তার বিনিয়োগকারীদের আর্থিক অবস্থা সম্পর্কে উদ্বেগ হ্রাসে চেষ্টা করে আসছে। সোমবার শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ কমে হয় ৩.৫৮ সুইস ফ্রাঁ (৩.৬১ বিলিয়ন ডলার)।

বিজ্ঞাপন

ক্রেডিট সুইসে এর প্রধান নির্বাহী উলরিক কোয়ের্নার গত শুক্রবার স্টাফদের নিকট একটি গোপনীয় খুদে বার্তা পাঠান, যাতে তিনি তাঁদের উদ্বেগ হ্রাসের চেষ্টা করে বলেন, ‘আমাদের প্রতিদিনের পারফরম্যান্স ভালো এবং তারল্য ও পুঁজিও ঠিক আছে। ’সাতদিনের সেরা