kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সোনারগাঁয় এমআইইজেডে সিকার কারখানা

আঞ্চলিক প্রতিনিধি, সোনারগাঁ   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসুইজারল্যান্ডভিত্তিক কনস্ট্রাকশন কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকা বাংলাদেশে তাদের শততম কারখানা স্থাপন করেছে। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয় কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) মালিকানাধীন সোনারগাঁর টিপুরদীতে অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড) সিকা বাংলাদেশ লিমিটেডের কারখানাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাটালি চুয়ার্ড, মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা, সিকা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড জেনারেল ম্যানেজার সঞ্জীবন রায় নন্দী, মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক কার্তিক চন্দ্র দাস প্রমুখ।

বিজ্ঞাপন

সিকা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড সঞ্জীবন রায় নন্দী জানান, ১৫ বছর ধরেই সিকা বাংলাদেশে কনস্ট্রাকশনকাজে মালপত্র সরবরাহ করছে। ২০১৮ সালে সিকা বাংলাদেশে কান্ট্রি অফিস চালু করে। পৃথিবীর ১০২টি দেশে সিকার কারখানা রয়েছে। বাংলাদেশে তাদের শততম কারখানা উদ্বোধন করা হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জানান, দেশে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা থাকলেও অর্থনৈতিক অঞ্চলগুলোতে স্থাপন করা কারখানাগুলোতে বিদ্যুৎ ও গ্যাসের কোনো সমস্যা নেই। সরকার একের পর এক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখছে।সাতদিনের সেরা