kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

ডেভিড মলপাস, প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেভিড মলপাস, প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক

বহুমুখী সমস্যা কটিয়ে ওঠার চেষ্টা করছে বিশ্ব অর্থনীতি—সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মলপাস। তিনি বলেন, ‘বৈশ্বিক উন্নয়ন এখন সংকটের মধ্যে। আড়াই বছরের করোনার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করলেও বিশ্ব অর্থনীতিতে এখনো তার ধ্বংসযজ্ঞ রয়ে গেছে। ’ এরই মধ্যে বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঘন ঘন সুদের হার বৃদ্ধির ফলে ২০২৩ সালে বিশ্ব মন্দার দিকে যাবে, বিশেষ করে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক সংকট তৈরি হবে।

বিজ্ঞাপনসাতদিনের সেরা