kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

বাজারে এলো টিভিএসের নতুন মডেলের মোটরবাইক

বাণিজ্য ডেস্ক   

২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাজারে এলো টিভিএসের নতুন মডেলের মোটরবাইক

মোটরসাইকেল নির্মাতা কম্পানি টিভিএস অটো দেশের বাজারে নিয়ে এসেছে অ্যাপাচি আরটিআর ১৬০ টুভি সিরিজের এবিএস মডেলের মোটরবাইক। নতুন এবিএস প্রযুক্তি সমৃদ্ধ এই বাইকটিতে যুক্ত করা হয়েছে রেস ট্র্যাকে ব্যবহৃত বিশেষ অ্যালগরিদম, যা মোড় ঘোরানোর সময় ন্যূনতম গতি কমিয়ে চালককে কর্নারিং সুবিধা দেবে। নতুন মডেলের এই বাইক লঞ্চিং ইভেন্টের উদ্বোধন করেন টিভিএসের এমডি জে একরাম হোসেন। এ ছাড়া কম্পানিটির সিইও বিপ্লব কুমার রায়, হেড অব ফিন্যান্স সহদেব কুমার দাস, ডিজিএম মার্কেটিং মো. আশরাফুল হাসান প্রমুখ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এই মোটরসাইকে রয়েছে ১৫৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুলড, দুটি ভালভ সমৃদ্ধ ইঞ্জিন যেটি ৮৫০০ আরপিএম-এ ১৫.২ ব্রেক হর্স পাওয়ার ও ৬০০০ আরপিএম-এ ১৩.০১ নিওটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে আরো রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স। অ্যাপাচি আরটিআর ১৬০ এবিএসের বিশেষ মূল্য ২,০৯,৯০০ টাকা।সাতদিনের সেরা