kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

জাতিসংঘের ৭৭তম অধিবেশন

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হলেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক   

১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন এফবিসিসিআইয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেন ব্যবসায়ী নেতারা। বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

প্রতিনিধিদলের এ সফরকালে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

বিজ্ঞাপন

সফরকালে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অব ইউএস চেম্বার অব কমার্সের সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আলোচনায় অংশ নেবেন এফবিসিসিআই নেতারা। সফর উপলক্ষে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে বিটুবি সভা ও বেশ কিছু সেমিনারের আয়োজনও করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করবে প্রতিনিধিদল। এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদলে আছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) এমপি, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এফবিসিসিআই সহসভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ এমপি, দিলীপ কুমার আগারওয়ালা, রেজাউল করিম রেজনু সিআইপি, কাজী এরতেজা হাসান সিআইপি, নাদিয়া বিনতে আমিন, প্রীতি চক্রবর্তী, কে এম আখতারুজ্জামান, মো. নিজাম উদ্দিন, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), নাজ ফারহানা আহমেদ, মোহাম্মদ আলী খোকন, আলমগীর শামসুল আলামিন কাজল প্রমুখ।সাতদিনের সেরা