kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

নতুন কম্পানি গড়লেন উইওয়ার্কের প্রতিষ্ঠাতা অ্যাডাম নুম্যান

১৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন কম্পানি গড়লেন উইওয়ার্কের প্রতিষ্ঠাতা অ্যাডাম নুম্যান

অফিস শেয়ারিং প্রতিষ্ঠান উইওয়ার্কের সিইও পদ থেকে অ্যাডাম নুম্যান সরে যাওয়ার তিন বছর পর এবার তিনি নতুন কম্পানি নিয়ে হাজির হলেন। কম্পানিটির নাম ‘ফ্লো’, এটিও বিলিয়ন ডলারের আবাসনবিষয়ক স্টার্টআপ। এরই মধ্যে এ কম্পানিতে ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যান্ড্রিসেন হোরাউইটজ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, তার কম্পানিটি এরই মধ্যে ১০০ কোটি ডলারের বড় স্টার্টআপ হয়ে গেছে।

বিজ্ঞাপন

এটিও বাজারে সাড়া জাগিয়েছে।সাতদিনের সেরা