kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

অসাধু ব্যবসায়ীদের নজরদারি করছে বাণিজ্য মন্ত্রণালয়

রংপুর অফিস   

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅসাধু ব্যবসায়ীদের নজরদারি করছে বাণিজ্য মন্ত্রণালয়

টিপু মুনশি

ডলারের দাম বেড়ে যাওয়ায় তেলের দামের ওপর প্রভাব পড়ছে দেশে। এই সুযোগ কাজে লাগাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। অতিরিক্ত দাম যাতে না নিতে পারেন সে জন্য অসাধু ব্যবসায়ীদের মনিটর করছে বাণিজ্য মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের হলরুমে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন জেলা উপজেলার প্রতিনিধিদের এক আলোচনাসভায় সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘সয়াবিনসহ আমাদের ৯০ শতাংশ খাবার তেল আমদানি করতে হয়। সারা পৃথিবীতে দামটা কত, যাঁরা আনবেন তাঁরা কী দামে বিক্রি করবেন—এসবও আমাদের ভাবতে হবে। হঠাৎ করে ডলারের দামটা বেড়ে যাওয়ায় আমরা বৈশ্বিক পরিস্থিতির শিকার। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব আমাদের ওপরেও পড়েছে। ’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন। এখন কাগজ উল্টালে, টেলিভিশন অন করলে, গুগল সার্চ করলে দেখবেন সারা পৃথিবীর অবস্থা কী। অবশ্যই আমাদের দেশে দাম বেড়েছে; কিন্তু আমরা তো বিশ্বের একটা অংশ। ’

টিপু মুনশি বলেন, ‘কতগুলো টেলিভিশন চ্যানেল খুললেই দেখবেন যেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেল। বারবার যখন বিপদ আসে তখন কিন্তু এই সুরে এরা গান ধরে। এরা কিন্তু সেই শক্তির উত্তরাধিকার, যারা এই দেশটাই চায়নি। এখন সময় হয়েছে আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনে, সংসারজীবনে একটু সাশ্রয়ী হওয়ার। তবে বর্তমান সংকট সমস্যা চিরস্থায়ী নয়। ’সাতদিনের সেরা