kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

৩০ ঘণ্টা বন্ধ থাকবে ডাচ্-বাংলার এটিএম বুথ

নিজস্ব প্রতিবেদক   

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী বৃহস্পতিবার সকাল থেকে ৩০ ঘণ্টা বন্ধ থাকবে ডাচ্-বাংলার এটিএম বুথ। কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম বুথ, সিআরএম, পিওএস ও ই-কমার্স, ই-ব্যাংকিং সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ৩০ ঘণ্টা বন্ধ থাকবে ডাচ্-বাংলা ব্যাংকের সব এটিএম বুথ।

ব্যাংক সূত্র জানায়, ওই সময়ের মধ্যে এনপিএসবি, আইবিএফটি ফান্ড স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো, নেক্সাস পে, এজেন্ট ব্যাংকিং, রকেটের কোর ব্যাংকিং সম্পর্কিত সব লেনদেন বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা চার কোটি ৩৯ লাখ ৩০ হাজার। ব্যাংকটির ২২০টি শাখা ও চার হাজার ৭৬৬ এটিএম বুথ আছে।সাতদিনের সেরা