kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

মন্দার দ্বারপ্রান্তে ব্রিটেন

♦ অর্থনীতি সংকুচিত দ্বিতীয় প্রান্তিকে
♦ মূল্যস্ফীতি ১৩ শতাংশ ছাড়িয়ে যেতে পারে

বাণিজ্য ডেস্ক   

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমন্দার দ্বারপ্রান্তে ব্রিটেন

মূল্যস্ফীতির চাপে থাকা ব্রিটেনের অর্থনীতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সংকুচিত হয়েছে। গত শুক্রবার প্রকাশিত সরকারি তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, নতুন একজন প্রধানমন্ত্রীর অধীনে দেশটি মন্দার দিকেই যাবে। এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি সংকুচিত হয়েছে ০.১ শতাংশ। বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল মাত্র ০.৮ শতাংশ।

বিজ্ঞাপন

দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) মনে করছে, ২০২২ সালের শেষ নাগাদ দেশটির অর্থনীতি এক বছরের মন্দায় পড়বে। দেশটিতে মূল্যস্ফীতি কয়েক দশকে সর্বোচ্চ হওয়ায় জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। ওএনএসের অর্থনৈতিক পরিসংখ্যানবিষয়ক পরিচালক ডারেন মরগান বলেন, ‘মে মাসে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমে ছিল, কিন্তু জুন মাসে এসে উল্লেখযোগ্য পতন দেখা যায়। অর্থনীতি সংকুচিত হওয়ার পেছনে বড় কারণ স্বাস্থ্যসেবা। কভিড টেস্ট ও টিকা কার্যক্রম কমেছে। ’

এ ডাটা প্রকাশিত হওয়ার পর দেশটির অর্থমন্ত্রী নাদিম জাহাবি বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ব্যাংক অব ইংল্যান্ড একসঙ্গে কাজ করব। ’ যদিও দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী মাসে ক্ষমতা ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত রাজস্ব খাতে বড় ধরনের হস্তক্ষেপ করবেন না বলে মনে করা হচ্ছে।   ব্যাংক অব ইংল্যান্ডের পূর্বাভাসে বলা হয়, বছর শেষে মূল্যস্ফীতি ১৩ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতির হার ৯.৪ শতাংশ। সূত্র : এএফপি, বিবিসিসাতদিনের সেরা