kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

দুগ্ধ খাতের উন্নয়নে প্রাণ ডেইরির চুক্তি

বাণিজ্য ডেস্ক   

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমার্কিন দাতা সংস্থা ইউএসএইডের অর্থায়নে ‘বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ প্রকল্পের আওতায় দক্ষিণাঞ্চলে দুগ্ধ খাতের উন্নয়নে কাজ করতে চুক্তি স্বাক্ষর করেছে প্রাণ ডেইরি লিমিটেড ও যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই/ভোকা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাড্ডায় প্রাণ ডেইরির প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ নুরুল আমিন সিদ্দিকী।

 এই চুক্তির আওতায় প্রাণ ডেইরি দক্ষিণাঞ্চলে নিরাপদ দুধের উৎপাদন বৃদ্ধির সঙ্গে খামার ব্যবস্থাপনার ওপর খামারিদের প্রশিক্ষণ, দুধ সংগ্রহ, বিপণনসহ দুগ্ধ খাতের সার্বিক উন্নয়নে কাজ করবে।

 

বিজ্ঞাপনসাতদিনের সেরা