kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

পুঁজিবাজারে ফের বড় দরপতন

বাণিজ্য ডেস্ক   

১১ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজ্বালানি তেলের দাম বাড়ায় আবারও বড় দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। দিনভর সূচক পতনে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৭৮ পয়েন্ট। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২০৬ পয়েন্ট। এর ফলে আগস্ট মাসের প্রথম সপ্তাহ উত্থানের পর দ্বিতীয় সপ্তাহের তিন কর্মদিবসের মধ্যে তিন দিনই পুঁজিবাজারে দরপতন হলো।

বিজ্ঞাপন

তার আগের টানা দুই মাস পুঁজিবাজারে দরপতন হয়েছিল। গতকাল লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ৪৩টি ছিল ক্রেতাশূন্য। পাশাপাশি লেনদেন হওয়া বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম কমায় অর্ধশতাধিক কম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে গেছে। আর তাতে এসব কম্পানির শেয়ার কেনাবেচাও কমেছে। সূচক পতনের পাশাপাশি লেনদেন হাজার কোটি টাকা থেকে কমে ৭০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে ভয় ঢুকে গেছে। পাশাপাশি ডলারের বাজার প্রতিনিয়তই অস্থিতিশীল হয়ে উঠেছে। এ কারণে ভয়ে শেয়ার বিক্রি করে টাকা উঠিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। তাতে পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ২৩ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৮৪৭টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ৭৯৯ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৮৩ কোটি ৪৬ লাখ সাত হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন পৌনে তিন শ কোটি টাকা কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৯টি কম্পানির শেয়ারের। এর মধ্যে ২৬টি কম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৭৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৭৪টি কম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৫ পয়েন্ট কমে ১৮২৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে।সাতদিনের সেরা