kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

প্রথমবারের মতো ভুট্টা এলো আখাউড়া দিয়ে

♦ গত বৃহস্পতিবার ১৯ মেট্রিক টন ভুট্টা বাংলাদেশে আসে
♦ হবিগঞ্জের রাফান এন্টারপ্রাইজ ভুট্টার আমদানিকারক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৪ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভুট্টা আমদানি হয়েছে। গত বৃহস্পতিবার ভারতীয় একটি ট্রাকে করে ১৯ মেট্রিক টন ভুট্টা বাংলাদেশে প্রবেশ করে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে রবিবার এসব ভুট্টা বাংলাদেশি ট্রাকে করে নির্ধারিত গন্তব্যে যাওয়ার সম্ভাবনা আছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসিবুল হাসান কালের কণ্ঠকে জানান, ভুট্টা নিয়ে আসা ভারতীয় ট্রাক বন্দরে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতি টন ভুট্টা ৩০২ ইউএস ডলার হিসেবে ধরা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি প্রায় ৩০ টাকা দাম পড়বে। এর সঙ্গে স্থানীয়ভাবে দাম নির্ধারণ করে এর ওপর শুল্ক বসবে।

তিনি আরো জানান, হবিগঞ্জের রাফান এন্টারপ্রাইজ ভুট্টার আমদানিকারক। প্রথমবারের মতো আসা চালান বিক্রি করে যদি লাভবান হওয়া যায়, তাহলে আবার ভুট্টা আনা হবে বলে আমদানিকারক জানিয়েছেন। আমদানীকৃত ভুট্টা বন্দর থেকে খালাসের প্রক্রিয়া চলছে।

 সাতদিনের সেরা