ইবিএল : ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এখন থেকে ঢাকা ওয়াসার বিল গ্রহণ করবে। গ্রাহকরা ইবিএলের সব শাখায় বা স্কাইব্যাংকিং অ্যাপ ব্যবহার করে বা ওয়েব প্ল্যাটফরমের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। গত বুধবার এসংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ওয়াসার এমডি ও সিইও তাকসিম এ খান এবং ইবিএলের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার
বিকেবি : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২২-২৩)’ সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। বিকেবির এমডি মো. ইসমাইল হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
কিং ব্র্যান্ড সিমেন্ট : যশোর জেলার মণিরামপুর বাজারে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স এ এন কে ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আলী হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সাউথ উইং) মো. জিয়াউর রহমান। শেষে রিটেইলারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়