দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে গতকাল বৃহস্পতিবার যোগ দিয়েছেন সাত্বিক আহমেদ শাহ। তিনি একুশে টিভির (এস আলম গ্রুপ) অতিরিক্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাত্বিক আহমেদ শাহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কনকর্ড গ্রুপ অব কম্পানিজের হেড অব গ্রুপ অডিট এবং ইন্টারনাল কন্ট্রোলের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন