পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল থেকে ঋণ বিতরণের জন্য ২৮০ কোটি টাকা ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় এই অর্থ ছাড় করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. লুত্ফুল হায়দার পাশা স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালককে এই অর্থ ছাড়ের কথা জানানো হয়েছে।
এই অর্থ ব্যবহার এবং ফেরত প্রদানে সরকারি নির্দেশনা তথা নীতিমালা এবং বিএসইসি, আইসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
বিজ্ঞাপন