kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

খুলনায় বিডার নির্বাহী চেয়ারম্যান

বেসরকারি খাতকে উপেক্ষা করে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়

খুলনা অফিস   

২৮ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেছেন, পদ্মা সেতু খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে। ফলে এ অঞ্চলে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিডা বিনিয়োগকারীদের সুবিধার কথা মাথায় রেখে ১৯টি সংস্থার ৫৮টি সেবা প্রদান করছে। ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনের মাধ্যমে এসব সেবা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

দেশে বিনিয়োগের জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বেসরকারি খাতকে উপেক্ষা করে সামগ্রিক উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব নয়। উদ্যোক্তাদের সমাজের কথা চিন্তা করতে হবে। গতকাল সোমবার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অনলাইন ওয়ানস্টপ সার্ভিসবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।

 সাতদিনের সেরা