আলোচনায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি ও সিইও গোলাম মুর্শেদ
বৈশ্বিক উষ্ণায়ন কমাতে পণ্য উৎপাদনের প্রতিটি পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়ে কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছেন ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ। তিনি বলেন, ‘দিন দিন বৈশ্বিক উষ্ণায়ন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিল্প খাতে আমাদের কিছু দায়িত্ব আছে, যা আমরা এড়িয়ে যেতে পারি না। আমরা যখন একটা প্রডাক্ট ডেভেলপ করি, তখন পরিবেশের কথা মাথায় রেখেই তা করি।
বিজ্ঞাপন
ওয়ালটনের প্রধান কার্যালয়ে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন গোলাম মুর্শেদ। সে সময় তিনি প্রিমিয়াম ক্যাটাগরির আইওটি বেজড নতুন মডেলের বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরিবর্তিত পরিস্থিতিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন ও ব্যবসা বিষয়ে ওয়ালটন সদস্যদের দিকনির্দেশনা দেন সিইও গোলাম মুর্শেদ।
গত রবিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে পৌঁছে প্রথমেই বেলুন উড়িয়ে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডের সূচনা করেন গোলাম মুর্শেদ। পরে তিনি রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই), মানবসম্পদ, মান নিয়ন্ত্রণ বিভাগসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন। এ সময় ওয়ালটনের চিফ টেকনিক্যাল অফিসার মগ ইয়াংসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।