উপায়-এর মাধ্যমে কর্মীদের বেতন দেবে প্রাণ-আরএফএল গ্রুপ। তাদের বিভিন্ন কারখানার কর্মীরা বেতন পাবেন তাঁদের নিজ নিজ উপায় অ্যাকাউন্টে। এ ছাড়া উপায় গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান যেমন—বেস্ট বাই, ভিশন ইলেকট্রনিকস, ওয়াকার (ফুটওয়্যার), টেস্টি ট্রিট, মিঠাই, রিগাল ফার্নিচার, ডেইলি শপিং অথবা ডটকম-এর ১৮ হাজারের বেশি আউটলেট থেকে কেনাকাটা করতে পারবেন। উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের চিফ ফিন্যানশিয়াল অফিসার উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গতকাল চুক্তি স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন