ভারতীয় পণ্য এবং তাদের পরিষেবাগুলোর প্রচার ও প্রদর্শনীর জন্য রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘বেস্ট অব ইন্ডিয়া এক্সপো ২০২২’ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বেস্ট অব ইন্ডিয়া এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, এই ধরনের সহযোগিতামূলক উদ্যোগে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো বেগবান হবে। সেই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
প্রদর্শনীর আয়োজক সংস্থা ‘দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট খালিদ খান বলেন, এই আয়োজন ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের নতুন সংযোজন। এতে ভারতের হস্তশিল্প ও তাঁত, তুলা ও পাট, গৃহস্থালিসামগ্রী, টেকসই ভোক্তাসামগ্রী, প্লাস্টিকসামগ্রী, প্রকৌশলসামগ্রী, খাদ্য ও কৃষিপণ্য ও নির্মাণসামগ্রী প্রদর্শন করা হবে।