kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে

অর্থবছরের ১১ মাসে বিতরণ প্রায় ২৬ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   

২২ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে। চলতি ২০২১-২০২২ অর্থবছরে ব্যাংক খাতে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ১১ মাসে (জুলাই-মে) ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ২৫ হাজার ৯৬৬ কোটি ৭৩ লাখ টাকা। বিতরণকৃত এই ঋণ বার্ষিক লক্ষ্যমাত্রার ৯১.৪৬ শতাংশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের (২০২০-২০২১) অর্থবছরে ২৬ হাজার ২৯২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম ১১ মাসে বিতরণ হয়েছিল ২১ হাজার ৯৭০ কোটি ৩৯ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ৮৩.৫৬ শতাংশ।

প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের তুলনায় চলতি অর্থবছর কৃষিঋণ বিতরণের চাহিদা এবং আদায়, দুই-ই বেড়েছে। গত ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ২১ হাজার ৯৭০ কোটি ৩৯ লাখ টাকার (৮৩.৫৬ শতাংশ) কৃষিঋণ বিতরণ করা হয়েছিল। আর চলতি ২০২১-২২ অর্থবছরের ১১ মাসে ২৫ হাজার ৯৬৬ কোটি ৭৩ লাখ টাকা বা ৯১.৪৬ শতাংশ বিতরণ করা হয়েছে। সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে ঋণ বিতরণ ১৮.১৮ শতাংশ বেড়েছে।সাতদিনের সেরা