চতুর্থবারের মতো বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) ২০২২-২০২৪ মেয়াদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী নেতা ও এএম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাবিব উল্লাহ ডন, আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৮ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। হাবিবউল্লাহ এফবিসিসিআইয়ের সহসভাপতি, সিআইএস-বিসিসিআই জয়েন্ট চেম্বারের দুই মেয়াদের জন্য নির্বাচিত সভাপতি এবং এর আগে তিনি বারভিডার তিন মেয়াদের জন্য নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
কমিটির অন্য সমস্যরা : সংগঠনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসলাম সেরনিয়াবাত, রিয়াজ রহমান ও গিয়াস উদ্দিন চৌধুরী। এ ছাড়া বেলাল উদ্দিন চৌধুরী যুগ্ম মহসচিব, মোহাম্মদ আনিছুর রহমান কোষাধ্যক্ষ, মো. সাইফুল আলম যুগ্ম কোষাধ্যক্ষ, হাবিবুর রহমান খান সাংগঠনিক সম্পাদক, জসিম উদ্দিন প্রচার সম্পাদক, মো. আব্দুল আউয়াল পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক এবং জুবায়ের রহমান সাংস্কৃতিক সম্পাদক।