যুদ্ধ সত্ত্বেও ইউক্রেনের বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে তহবিল প্রদান অব্যাহত রেখেছে বিশ্বব্যাংকের বিনিয়োগ শাখা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাখতার দিয়প বলেন, ‘যুদ্ধ সত্ত্বেও বেশ কিছু কম্পানিকে অর্থ সরবরাহ অব্যাহত রেখেছি। আমরা দেশটির অর্থনীতিতে নতুন করে সবুজায়ন প্রচেষ্টা চালিয়ে যেতে অর্থায়ন করে যেতে চাই। ’ ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পার্শ্ব আলোচনায় তিনি আরো বলেন, ‘সুতরাং আমাদের প্রতিশ্রুতি টেকসই।
বিজ্ঞাপন