দেশে সংরক্ষণের অভাবে বছরে ৩০ শতাংশ খাদ্যপণ্য নষ্ট হয়। এ জন্য এই খাতে সার্বিয়ার দক্ষতা কাজে লাগাতে পারে বাংলাদেশ। দেশটির উদ্যোক্তারা বাংলাদেশে এই খাতে বিনিয়োগ করতে পারে। ফলে দেশে পরিবহন ও সংরক্ষণের অভাবে পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিক।
এ সময় সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, খাদ্য সংরক্ষণে তাঁর দেশের কম্পানিগুলো বিশ্বের অন্যতম সেরা।