kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

৮ মাস পর নতুন এমডি পেল সিএসই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে৮ মাস পর নতুন এমডি পেল সিএসই

শওকত হোসেন

দীর্ঘ আট মাস অপেক্ষার পর দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন শওকত হোসেন। ডি-মিউচুয়ালাইজেশন (মালিকানা থেকে ব্যবস্থাপনাকে পৃথককরণ) বাস্তবায়নের পর তিনি সিএসইর চতুর্থ এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শওকত হোসেনকে সিএসইর এমডি হিসেবে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন

শওকত হোসেনের এমডি হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সিএসইর মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি (এনআরসি) প্রধান এস এম আবু তৈয়ব কালের কণ্ঠকে বলেন, ‘গত সপ্তাহের বোর্ড মিটিং শেষে আমরা শওকত হোসেনসহ তিনজনের একটি তালিকা পাঠিয়েছিলাম। সেখানে শওকত হোসেনের নামটি প্রথমে ছিল। শুনেছি, বিএসইসি সেই প্রস্তাব অনুমোদন দিয়েছে; তবে আমাদের কাছে এখনো কোনো লিখিত চিঠি আসেনি। ’ পছন্দের তালিকায় শওকত হোসেনের নামটি ওপরে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা সিএসইর জন্য যেমন এমডি খুঁজছিলাম তাঁকে তেমনই মনে হয়েছে। অর্থনীতির বিভিন্ন সেক্টরে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ’সাতদিনের সেরা