kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

করপোরেট খবর

২৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরপোরেট খবর

ওয়ালটন : রপ্তানিমুখী ইলেকট্রনিকস ও প্রযুক্তি পণ্য উৎপাদনে ব্যাপক সাফল্য দেখাচ্ছে ওয়ালটন। বাংলাদেশে নিজস্ব কারখানায় তৈরি ওয়ালটন পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এসব কর্মযজ্ঞ স্বচক্ষে দেখতে সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও সিইও এ এইচ এম আহসানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন করেন। অতিথিদের স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এএমডি আবুল বাশার হাওলাদার এবং ডিএমডি হুমায়ূন কবীর।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তি


উত্তরা মোটরস : উত্তরা মোটরস থেকে সোনালী লাইফ ইনস্যুরেন্স ২৯ ইউনিট সুজুকি গাড়ি ক্রয় করে নিজস্ব কর্মকর্তাদের পুরস্কৃত করার জন্য। উত্তরা মোটরস দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল বাজারজাতকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক। আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে সোনালী লাইফ ইনস্যুরেন্সের সিইও এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


পপুলার লাইফ ইনস্যুরেন্স : পপুলার লাইফ ইনস্যুরেন্স কম্পানির বীমা গ্রাহকের বীমা দাবির চেক শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পানির এমডি ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি মো. হাবিবুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

 সাতদিনের সেরা