kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

ম্যাথিয়াস করম্যান, মহাসচিব, ওইসিডি

২৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেম্যাথিয়াস করম্যান, মহাসচিব, ওইসিডি

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো ন্যূনতম কর বাস্তবায়নে অনুমোদন দেবে বলে আশা প্রকাশ করেছেন উন্নত দেশগুলোর সংগঠন ওইসিডির মহাসচিব ম্যাথিয়াস করম্যান। তিনি বলেন, ঐতিহাসিক এ চুক্তি অনুমোদিত হলেও তা বাস্তবায়ন হতে ২০২৪ সাল লেগে যাবে। তিনি জানান, বিশ্বের প্রায় ১৪০ দেশ ন্যূনতম বৈশ্বিক কর ১৫ শতাংশ করার ব্যাপারে চুক্তিতে আসবে। এ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চলছে।

বিজ্ঞাপন

এতে যুক্তরাষ্ট্রেরও স্বার্থ রয়েছে।সাতদিনের সেরা