সৌদি প্রিন্স ও বিলিয়নেয়ার আল-ওয়ালিদ বিন তালাল তাঁর কিংডম হোল্ডিং কম্পানির ১৬.৮৭ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ৬২৫ মিলিয়ন ডলারের এ শেয়ার কিনে নিচ্ছে দেশটির যুবরাজ পরিচালিত একটি সভরেইন ওয়েলথ ফান্ড। সৌদি স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা যায়। আল-ওয়ালিদকে বলা হয় সৌদি আরবের ওয়ারেন বাফেট।
বিজ্ঞাপন