বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। ফোর্বস সাময়িকীর হিসাবে তাঁর নিট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫৪০ কোটি ডলার। এত ধনী একজন মানুষের ব্যবহারের গ্যাজেটও হবে অনেক নামিদামি। এটাই তো স্বাভাবিক।
বিজ্ঞাপন
কিন্তু বিশ্বের অন্যতম এই ধনী ব্যক্তি অ্যাপল বা গুগল পিক্সেল নয়। বরং স্যামসাংয়ের সাধারণ একটি স্মার্টফোন ব্যবহার করেন। সম্প্রতি বিল গেটস নিজেই জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোন ব্যবহার করেন তিনি। এমনকি মাইক্রোসফটের সারফেস ডুও ফোনও তিনি দৈনিক ব্যবহার করেন না।