ইউক্রেন যুদ্ধ আর মূল্যস্ফীতিতে টালমাটাল ইউরোপীয় অর্থনীতি। সুদের হার বৃদ্ধি করেও কূল পাওয়া যাচ্ছে না, বরং বাজার আরো অস্থির হয়ে উঠছে। এ অবস্থায় সামনে আরো কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) শীর্ষ তত্ত্বাবধায়ক অ্যান্দ্রে এনরিয়া। তিনি বলেন, ‘নতুন সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক মূল্যায়ন ও মূলধনে পরিবর্তন আনতে হবে।
বিজ্ঞাপন