kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

খাদ্যপণ্যের দাম কমেছে এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক   

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেখাদ্যপণ্যের দাম কমেছে এপ্রিলে

গত এপ্রিল মাসে দেশে খাদ্যপণ্যের দাম কমেছে। যার ফলে এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতিও কমেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এপ্রিল মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএস প্রতিবেদনটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.২৯ শতাংশ। তবে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে। শহর, গ্রাম ও জাতীয়ভাবে মূল্যস্ফীতি কমেছে এপ্রিল মাসে। গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে দেশে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬.২৪ শতাংশ, যা মার্চ মাসে এই হার ছিল ৬.৩৪ শতাংশ। বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চের তুলনায় এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬.২৯ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৬.২২ শতাংশ। সেই সঙ্গে খাদ্যে মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৬.৩৯ শতাংশ হয়েছে, যা মার্চ মাসে এ খাতে মূল্যস্ফীতির হার ছিল ৬.০৪ শতাংশ। গ্রামে মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৬.৫৯ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৬.৫২ শতাংশ। খাদ্যে এপ্রিলে মূল্যস্ফীতি কমে হয়েছে ৬.৬৪ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৬.৭১ শতাংশ। এ ছাড়া এপ্রিলে খাদ্যবহির্ভূত ৬.৫০ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৬.১৫ শতাংশ।   শহরে মূল্যস্ফীতির হারও কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫.৭৫ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৫.৬৯ শতাংশ। খাদ্যে এপ্রিলে মূল্যস্ফীতি কমে হয়েছে ৫.৩১ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৫.৪৯ শতাংশ। এ ছাড়া এপ্রিলে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৬.২৫ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৫.৯০ শতাংশ।সাতদিনের সেরা