আমাদের বিজ্ঞাপন, আমাদের মতো করে, আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের পথচলা। সেই যাত্রার ২৫তম বছর চলছে মিডিয়াকমের। নির্দিষ্ট কোনো দিন নয়, ২০২২-এ বছরজুড়েই চলবে মিডিয়াকমের ২৫ বছর উদযাপন।
‘কথায় কথায় বিদেশি বিদেশি না করে ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজি, কমিউনিকেশন, মিডিয়া কিংবা বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রেও আমাদের নিজেদের ওপরই আস্থা রাখতে হবে, এমন বিশ্বাস থেকেই শুরু করেছিলাম মিডিয়াকমের।
বিজ্ঞাপন
‘চারজন নিয়ে শুরু হওয়া মিডিয়াকম আজ শতাধিক মানুষের পরিবার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্লায়েন্টদের জন্য ইন্টিগ্রেটেড মার্কেটিং সলিউশন তৈরি করতে গত ২৫ বছরে মিডিয়াকমে যোগ হয়েছে নতুন নতুন ডিপার্টমেন্ট, নতুন নতুন মেধা। প্রতিদিনই বড় হচ্ছে কাজের পরিধি,’ জানালেন মিডিয়াকমের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডু। ‘আমাদের বিজ্ঞাপনগুলো নিয়ে যখন অফিসে, চায়ের দোকানে, মানুষের মুখে মুখে কিংবা সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়, তখন বুঝি ঠিক পথেই আছি আমরা,’ বললেন মিডিয়াকমের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহ্মুদ।