kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

করপোরেট খবর

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরপোরেট খবর

বসুন্ধরা সিমেন্ট : শরীয়তপুরের সখীপুরে বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স জুলহাস অ্যান্ড ব্রাদার্সের উদ্যোগে শুভ হালখাতা ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে। হালখাতা অনুষ্ঠানে জেলার তিন থানা সখীপুর, ভেদরগঞ্জ ও ডামুড্যার প্রায় ৮০ জন রিটেইলার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০ জন সেরা বিক্রেতা নির্বাচিত হন।


এসআইবিএল : সোশ্যাল ইসলামী ব্যাংকে (এসআইবিএল) সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল এসআইবিএল প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও জাফর আলম।


আকিজ এসেনসিয়ালস : আকিজ এসেনসিয়ালস সর্বাধুনিক প্রযুক্তিতে আটা-ময়দা-সুজির কারখানা স্থাপনের জন্য সুইস বহুজাতিক প্লান্ট ও মেশিন প্রস্তুতকারক বুহলার এশিয়া প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন মিনহাজ আহমেদ (চিফ অপারেটিং অফিসার আকিজ রিসোর্সেস লিমিটেড) ও অ্যাড্রিয়ান বিউভিসেজ অ্যাড্রিয়ান (প্রেসিডেন্ট ও এমডি বুহলার এশিয়া প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর)। আরো ছিলেন শেখ জসিম উদ্দিন (এমডি), মিস ফারিয়া হোসেন (চেয়ারম্যান), নাথালি সুয়ার্ড (রাষ্ট্রদূত সুইজারল্যান্ড) প্রমুখ।সাতদিনের সেরা