ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পরই আন্তর্জাতিক বাজারে বেড়েছে গমের দাম। গতকাল সোমবার বিশ্ববাজারে গমের দাম বেড়ে ১৪ বছরে রেকর্ড সর্বোচ্চ হওয়ার কাছাকাছি হয়েছে। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের হিসাবে দেখা যায়, গতকাল বিশ্বে গম কেনাবেচার অন্যতম বড় কেন্দ্র যুক্তরাষ্ট্রের শিকাগোর বাজারে গমের মূল্যসূচক ৪.১৮ শতাংশ বেড়ে হয়েছে প্রতি বুশেল ১২.৪ ডলার। এর পাশাপাশি ইউরোপের বাজারে এই পণ্যের দাম বেড়ে হয়েছে প্রতি টন ৪৩৫ ইউরো (৪৫৩ ডলার)।
বিজ্ঞাপন