বেনাপোল স্থলবন্দরে পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফট না থাকায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফটের দাবিতে আগামী ১৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। গতকাল রবিবার এ কথা জানিয়েছেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক জি এম আজিম উদ্দিন গাজী।
তিনি বলেন, দেশের সর্ববৃহৎ বন্দর হওয়া সত্ত্বেও বেনাপোলে ভারী পণ্য ওঠানো-নামানোর জন্য পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফট নেই।
বিজ্ঞাপন
স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করছি বিষয়টি সমাধান হয়ে যাবে। বেনাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী কামাল হোসেন জানান, এ বন্দরের প্রায় সব ক্রেন ও ফর্কলিফট অকেজো হয়ে গেছে। যে ক্রেন ও ফর্কলিফট একটু ভালো আছে সেগুলোও বারবার নষ্ট হয়ে যায়। ফলে তাঁদের প্রতিদিন বাড়তি ট্রাকভাড়া দিতে হচ্ছে। এতে ট্রান্সপোর্ট ও সিঅ্যান্ডএফ এজেন্টদের লোকসানে পড়তে হচ্ছে।