আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রসার ও বিদেশি বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় মোংলা বন্দরের জেটিতে রাবার ফেন্ডার স্থাপনের চুক্তি হয়েছে। আট কোটি ৫০ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে এই রাবার ফেন্ডার স্থাপন করছে বন্দর কর্তৃপক্ষ।
গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় বন্দর কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে বন্দর কর্তৃপক্ষ ও খুলনা শিপইয়ার্ড লিমিটেডের মধ্যে এ চুক্তি হয়। চুক্তিতে স্বাক্ষর করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও খুলনা শিপইয়ার্ড লিমিটেডের এমডি কমোডর এম সামছুল আজিজ।
বিজ্ঞাপন