অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘করোনা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে। আমরা আগে যেভাবে মোকাবেলা করেছি, সেভাবে এবারও মোকাবেলা করতে পারব। ’
গতকাল রবিবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিকবিষয়ক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
বিজ্ঞাপন
জেলা চেম্বার সভাপতিরা অভিযোগ করেছেন মাঠ পর্যায়ে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমার কাছে আসুক। এফবিসিসিআইয়ের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আমাদের মন্ত্রণালয়ে এসে বলবে সেই বিষয়ে। অভিযোগগুলো আমাদের জানালে সেগুলোর সমাধান খুঁজে বের করতে পারব। ’
করোনা সংকটকালীন গ্যাস, সার, বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন করে দাম বাড়ার কারণে জনগণের ওপর কী ধরনের চাপ পড়বে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এখান থেকে দাম বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আমি এখনো জানি না। এ বিষয়ে আমি অবশ্যই জানব, যখন জানব তখন ব্যবস্থা নেব। আমার যা করণীয়, সেটা অবশ্যই করব। ’