kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

এমিরেটসসহ চার বিমান সংস্থা ঘোষণা দিল

যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট ফের চালু

বিমানবন্দরের পাশে ফাইভজি স্থগিত

বাণিজ্য ডেস্ক   

২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্রগামী ফ্লাইট ফের চালু

বিমান সংস্থাগুলোর উদ্বেগের মুখে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর পাশে ফাইভজি সেবা স্থগিত করেছে দেশটির টেলিকম প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন। ফলে গতকাল যুক্তরাষ্ট্রগামী বিভিন্ন গন্তব্যে ফের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইনসসহ বিভিন্ন দেশের চারটি বিমান সংস্থা। ফাইভজি পরিষেবা বিমান চলাচলে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিমান সংস্থাগুলো গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গন্তব্যগুলোতে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয়া। ফলে এটিঅ্যান্ডটি ও ভেরাইজন আপাতত গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর পাশে ফাইভজি সেবা দেওয়া স্থগিতের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্ততায় এয়ারলাইনসগুলো এবং টেলিকম প্রতিষ্ঠান দুটি মঙ্গলবার এই সিদ্ধান্তে উপনীত হয়। গতকাল এমিরেটস এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের ছয়টি গন্তব্যে শুক্রবার থেকে ফ্লাইট চালু হবে। শনিবার থেকে বোস্টন, হাউসটন ও সান ফ্রান্সিসকোতে বোয়িং-৭৭৭ বিমান আবার যাতায়াত করবে। এর আগে তা পরিবর্তন করে এয়ারবাস এ ৩৮০ বিমান দেওয়া হয়েছিল। এমিরেটসের পাশাপাশি এয়ার ইন্ডিয়া, এনএনএ এবং জাপান এয়ারলাইনস গত বুধবার ফ্লাইট স্থগিত করেছিল। তারাও চালুর ঘোষণা দিয়েছে। ব্রিটিশ এয়ালাইনসও যুক্তরাষ্ট্রের বেশ কিছু গন্তব্যে ফ্লাইট স্থগিত করে। বিমানবন্দরের রানওয়ের কাছে সি-ব্যান্ড ফাইভজি সিগন্যাল থাকলে বিমানের নেভিগেশন সিস্টেম বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা। সূত্র : এএফপি, রয়টার্স, ভোয়াসাতদিনের সেরা