বৈধভাবে নবায়ন করা আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ছাড়া ঋণপত্র (এলসি) না খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এসংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো বাণিজ্যিক ব্যাংক বৈধ ও হালনাগাদ আইআরসি ছাড়াই ঋণপত্র খুলছে। এ কারণে পণ্যচালান খালাস করতে গিয়ে রেয়াতি সুবিধা দেওয়ার সময় জটিলতা হচ্ছে।
বিজ্ঞাপন
এ পরিস্থিতি থেকে উত্তরণে এলসিএ ফরম গ্রহণ করার সময় এবং ঋণপত্র খোলার আগে বৈধ ও হালনাগাদ আইআরসি সনদ গ্রহণ বিষয়টি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।