বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে ট্রান্সপোর্ট ও সিঅ্যান্ডএফ সদস্যদের যৌথ স্বাক্ষরের পরিচয়পত্র ছাড়া ঢুকতে দিচ্ছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে গতকাল সোমবার থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।
তবে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম চলছে। এর আগে একই দাবিতে গত শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।
বিজ্ঞাপন