বাংলাদেশে শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ারদর দুই বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার বিএসসির শেয়ারের দর আগের দিনের তুলনায় ১২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়ে সর্বশেষ ১৩৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। কম্পানিটির শেয়ারের দর গতকাল ১৩১ টাকা ৩০ পয়সা থেকে ১৩৮ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে। গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৩২ টাকা ৯০ পয়সা।
বিজ্ঞাপন