মোংলা বন্দরের কার ইয়ার্ড ও শেডে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে দুই হাজার ৮৮৪টি বিভিন্ন ধরনের আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ি। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই সব গাড়ি ছাড় করিয়ে না নেওয়ায় এর মধ্য থেকে ১৩২টি বিভিন্ন মডেলের গাড়ি নিলামে তোলা হচ্ছে। তাই আজ ১৮ জানুয়ারি এই গাড়িগুলোর নিলাম অনুষ্ঠিত হবে।
মোংলা কাস্টম হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা আবু বাসার সিদ্দিকী জানান, মঙ্গলবারের নিলামে ১৬টি মডেলের ১৩২টি গাড়ির নিলাম দেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘মোংলা বন্দর দিয়ে আমদানি করা এসব গাড়ি ৩০ দিনের মধ্যে ছাড় করানোর নিয়ম থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা তা করেননি। ’