kalerkantho

মঙ্গলবার ।  ২৪ মে ২০২২ । ১০ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২২ শাওয়াল ১৪৪৩  

সিআইবির তথ্য দেওয়ার সময় কমল

নিজস্ব প্রতিবেদক   

১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাসভিত্তিক ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য দেওয়ার সময়সীমা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে মাসিক ব্যাচ ডাটা পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিস্টেমে আপলোড করতে হবে। আগে এ তথ্য দিতে হতো পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমানের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সিআইবি রিপোর্টের ঋণ তথ্য হালনাগাদ করতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, চলতি ২০২২ সালের জানুয়ারি ও পরবর্তী প্রতি মাসভিত্তিক ব্যাচ কন্ট্রিবিউশন পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে। এ ছাড়া সিআইবি সার্কুলার নম্বর-০২/২০১১-এর অনুচ্ছেদ ৩ (ক)-এ সংশোধন আনা হয়েছে।সাতদিনের সেরা