তথ্য-প্রযুক্তিপণ্য ও সেবা রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরো সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক বাজারে পাঁচ হাজার ডলারের সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি পরিষেবা (আইটিইএস) সহায়তা প্রাপ্তিতে টেলি ট্রান্সফার (টিটি) বার্তার ভাষ্যে আমদানি সংশ্লিষ্ট তথ্য সূত্রের দরকার হবে না বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে পাঁচটি শর্ত পরিপালন করতে হবে। নতুন নির্দেশনা ফ্রিল্যান্সারদের নগদ সহায়তা প্রাপ্তি সহায়ক হবে।
বিজ্ঞাপন
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্বীকৃত আন্তর্জাতিক মার্কেট প্লেসের মাধ্যমে রপ্তানি কার্যক্রম করতে হতে হবে এবং যথাযথ ডকুমেন্ট থাকতে হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে মার্কেট প্লেসের সঙ্গে চুক্তির ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠান ব্যাংক শাখাকে সংশ্লিষ্ট ওয়েবলিংক সরবরাহ করবে।
একই সঙ্গে ব্যাংক শাখাকে আন্তর্জাতিক মার্কেট প্লেসের মাধ্যমে সফটওয়্যার ও আইটিইএস রপ্তানি কার্যক্রম সম্পর্কে ওয়েবলিংকসহ তথ্য সংগ্রহ ও তা যাচাই করে নিশ্চিত হতে হবে। রপ্তানি আয় বাবদ পাওয়া অর্থের পক্ষে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত ইনভয়েস কনফারমেশনগুলোর প্রিন্ট আউট আবেদনপত্রের সঙ্গে দাখিলসহ ওই দলিল যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অডিট ট্রেইলের ওয়েব লিংক আবেদনকারী প্রতিষ্ঠান প্রদান করবে।
প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দাখিলকৃত নগদ সহায়তার আবেদনের ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।