সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই বাংলাদেশকে টেকসই অর্থনীতি গড়ে তুলতে চক্রাকার মডেল অনুসরণের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এ জন্য অনানুষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনাকে আনুষ্ঠানিক ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে বলে মনে করেন তাঁরা।
গতকাল রবিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে সার্কুলার ইকোনমির বর্তমান অবস্থা : সমস্যা ও সমাধান’ শীর্ষক সেমিনারে তাঁরা এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনের পর দেশের টেকসই উন্নয়নের ধারা চলমান রাখতে বাংলাদেশকে সার্কুলার ইকোনমি মডেল অনুসরণ করে কাজ করতে হবে। এর জন্য যথাযথ কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরি। ’