kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

প্যানডোরা পেপারস নিয়ে মন্তব্য করতে রাজি নন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফাঁস হওয়া নথি প্যানডোরা পেপারসে নতুন করে দেশের কয়েকজন ব্যবসায়ীর নাম এসেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) আরো অনুসন্ধান করে যদি মনে করে হাইকোর্টে যাওয়া দরকার তাহলে তারা তা করতে পারে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।

বিজ্ঞাপন

প্যানডোরা পেপারসে দেশের কয়েকজন ব্যবসায়ীর নাম এসেছে। তাঁদের মধ্যে একজন খ্যাতিমান ব্যবসায়ীও রয়েছেন। এতে আপনি আশ্চর্য হয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘প্যানডোরা পেপারসে যাদের নাম এসেছে, দুদক তাদের নামের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে। বিষয়টি এখন হাইকোর্টের এখতিয়ারে। মামলাটি চলমান। তাই এ বিষয়ে আমার মতামত দেওয়া যুক্তিযুক্ত হবে না। ’

তিনি বলেন, ‘দুদক আরো অনুসন্ধান করে যদি মনে করে হাইকোর্টে যাওয়া দরকার, তাহলে তারা তা করতে পারে। আমি মতামত দিলে তাদের কাজে লাগবে না। তাই আমি মতামত দেব না।

আমি বিশ্বাস করি, ন্যায়বিচার পাব। আদালত যা সিদ্ধান্ত দেবেন, তা মেনে নেব। ’

স্বাধীনতার ৫০ বছরে দেশের অর্থনীতি ও সামাজিক খাতের অর্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সামষ্টিক অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে আমরা অসাধারণ কাজ করেছি। অর্থনীতির সঙ্গে সামাজিক অর্থনীতির যে ইনডেক্সগুলো আছে, সেগুলোও অনেক ভালো আছে। ’সাতদিনের সেরা