kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

স্যামসাংয়ের নতুন কো-সিইও হ্যান জংগ-হি

৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্যামসাংয়ের নতুন কো-সিইও হ্যান জংগ-হি

দক্ষিণ কোরীয় কম্পানি স্যামসাং তাদের মোবাইল ও ইলেকট্রনিকস ডিভিশনগুলোকে একীভূত করার ঘোষণা দিয়েছে গতকাল মঙ্গলবার। কম্পানির এই পুনর্গঠনের পর নেতৃত্ব দেবেন দুজন কো-সিইও। তাঁদের মধ্যে অন্যতম বর্তমানে ভিজ্যুয়াল ডিসপ্লে ব্যবসার প্রধান হ্যান জংগ-হি। তিনি মোবাইল ও কনজিউমার ইলেকট্রনিকসের পাশাপাশি টেলিভিশন ব্যবসারও নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন

এই পুনর্গঠন কম্পানির স্মার্টফোন ব্যবসায় ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে।সাতদিনের সেরা