kalerkantho

সোমবার ।  ১৬ মে ২০২২ । ২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৪ শাওয়াল ১৪৪৩  

বিশ্ববাজারে টানা চার মাস বাড়ল খাদ্যপণ্যের দাম

বাণিজ্য ডেস্ক   

৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেখাদ্যপণ্যের ব্যাপক চাহিদা থাকলেও সরবরাহ নেই পর্যাপ্ত। তাই বিশ্ববাজারে অব্যাহতভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম। গত মাসেও তা বেড়ে এক দশকে সর্বোচ্চ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপসহ অনেক দেশই মূল্যস্ফীতির চাপে রয়েছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সর্বশেষ হিসাবে জানায়, গত নভেম্বর বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আগের মাসের চেয়ে বেড়েছে ১.২ শতাংশ, যা ২০১১ সালের জুনের পর থেকে সর্বোচ্চ। এই বৃদ্ধি ২০২০ সালের নভেম্বরের চেয়ে ২৭.৩ শতাংশ বেশি। এর ফলে টানা চার মাস খাদ্যপণ্যের দাম বাড়ল।

এফএও জানায়, উন্নতমানের গমের ব্যাপক চাহিদা তৈরি হলেও বড় রপ্তানিকারক দেশগুলো থেকে সরবরাহ কম। ফলে গমের দাম টানা পঞ্চম মাস বেড়েছে। এর পাশাপাশি বার্লি ও ভুট্টার দামও বেড়েছে। প্রবল ঝড় ও বন্যায় কানাডাসহ বেশ কিছু দেশে গম উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালের দাম স্থিতিশীল রয়েছে। এতে সার্বিকভাবে নভেম্বরে খাদ্যশস্যের দাম অক্টোবরের চেয়ে বেড়েছে ৩.১ শতাংশ।

গত মাসে ভোজ্য তেলের দাম বেড়েছে ০.২ শতাংশ। যদিও অক্টোবরে রেকর্ড দাম বেড়েছিল। এর পাশাপাশি দুগ্ধপণ্যের দাম বেড়েছে ৩.৪ শতাংশ। ব্যাপক আমদানি চাহিদার বিপরীতে রপ্তানি কমায় নভেম্বরে আন্তর্জাতিক বাজারে বাটার ও গুঁড়া দুধের দাম টানা তৃতীয় মাস বেড়েছে। তবে গত মাসে মাংসের দাম কমেছে ০.৯ শতাংশ।

চিনির দাম নভেম্বরে ১.৪ শতাংশ বেড়েছে। যদিও আগের মাসে কমেছিল। তবে বর্তমান দাম এখনো এক বছর আগের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি আছে।সাতদিনের সেরা