kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

করপোরেট কর্ণার

৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরপোরেট কর্ণার

বসুন্ধরা টিস্যু : বসুন্ধরা টিস্যু তুরুপের তাস-২ ও বসুন্ধরা এ-ফোর পেপার গেজ অ্যান্ড উইন-২-এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘দ্য ফুড হল’-এর বসুন্ধরা সিটি আউটলেটে অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা এ-ফোর পেপার অফিশিয়াল ফেসবুক পেজের কুইজে কমেন্ট করে প্রতিযোগীরা এই কুইজে অংশগ্রহণ করে। লটারির মধ্যমে ৩৫ জন ভাগ্যবান বিজয়ীকে বাছাই করা হয়। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ছিল মোবাইল ফোনসেট, আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং দ্য ফুড হলের মুখরোচক খাবারের ব্যবস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্টর সি মার্কেটিংয়ের ডিজিএম মোহাম্মদ আলাউদ্দীন, ডিজিএম, সেলস কাজী এমদাদুল হক, এজিএম রাজু আহমেদ ও বসুন্ধরা গ্রুপের অন্য কর্মকর্তারাসাতদিনের সেরা