kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

বেক্সিমকো পিপিই ও জাপানের কে২ লজিস্টিকের চুক্তি

বাণিজ্য ডেস্ক   

২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেক্সিমকো হেলথ ও জাপানের কে২ লজিস্টিকের মধ্যে উৎপাদন ও গুণগত মান নিয়ন্ত্রণ সম্পর্কিত পরামর্শ বিষয়ে একটি চুক্তি হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাউকি ইতো উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান, বেক্সিমকো গ্রুপ ডিরেক্টর ও সিইও সৈয়দ নাভেদ হোসেন ও বেক্সিমকো পিপিই লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মহিদুস সামাদ খান। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

দক্ষিণ এশিয়ার প্রথম ভার্টিক্যাল বেক্সিমকো হেলথ পিপিই পার্ক পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত, যেখানে বেক্সিমকো হেলথ মেল্ট-ব্লোন, লেমিনেশন, আইসোলেশন ও সার্জিক্যাল গাউন, সার্জিক্যাল মাস্ক, এন৯৫ ক্যাপ টাইপ ও ফোল্ডেবল টাইপ মাস্ক, কেএন৯৫ মাস্কসহ বিভিন্ন ধরনের পিপিই ফেব্রিকস তৈরি হয়।সাতদিনের সেরা